সমঝোতার প্রস্তাব না মানায় ঝামেলা শুরু— বিসিবি নির্বাচন নিয়ে তামিমের অভিযোগ

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

‘বিসিবি নির্বাচনে আমাকে সমঝোতার প্রস্তাব দেয়া হয়েছিল। আমি রাজি না হওয়ার পরই সব ঝামেলার শুরু।’— এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, ভবিষ্যতে সুষ্ঠু পরিবেশ তৈরি হলে আবারও নির্বাচনে অংশ নেবেন। পাশাপাশি সভাপতি নির্বাচিত হলে বাংলাদেশ যেন বিশ্বকাপ জয়ের মতো শক্ত ভিত তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবি নির্বাচন ঘিরে জলঘোলা কম হয়নি। সভাপতি পদে মুখোমুখি হয়ে পড়েন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। নির্বাচনে হস্তক্ষেপ, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগে নির্বাচন বয়কট করেন তামিমসহ বেশ কয়েকজন প্রার্থী। এর আগে ওঠে সমঝোতার গুঞ্জনও। সব স্বীকার করেই তামিম ইকবাল জানালেন, কেন রাজি হননি প্রস্তাবে!

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বলেন, ‘বেশ বড় বড় অফারই ছিলো আমার কাছে। নেগোসিয়েশন টেবিলে আমি বসেছি কি না, সেই জবাবে আমি বলব, হ্যাঁ আমি বসেছি। নেগোসিয়েশন হচ্ছিলো। আমি যখন বলি ইলেকশন হওয়া উচিত, তখনই সব ঝামেলাগুলো হওয়া শুরু হয়েছে।’

প্রথমবার নির্বাচনে নেমেই সরাসরি সভাপতি পদে প্রার্থী হয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তামিম ইকবাল। অনেকেই বলেছিলেন, এত কম বয়সে কেনই-বা সর্বোচ্চ চেয়ারে বসার খায়েশ জন্মালো তার? এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন তামিম।

আরও পড়ুন:

সাবেক ক্রিকেটার তামিম ইকবাল আরও বলেন, ‘আমি আজকে মডার্ন ডের ক্রিকেট বিষয়ে আইডিয়া রাখি। কারণ আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি। হয়তো-বা আমি সামনের পাঁচ বছরে এটি ম্যানেজ করতে পারব। তবে আমি যদি আজ থেকে ২০ বছর পর ক্রিকেট বোর্ডে আসি, হয়তো তখন আমি ভালো আইডিয়া নিয়ে আসতে পারব না। তখন হয়তো ক্রিকেট আরও ফাস্ট হয়ে যাবে। ১৫, ২০ বছর ধরে যারা এরই সঙ্গেই আছেন, তাদেরও উচিত চেঞ্জ হয়ে নতুনদের সুযোগ দেয়া।’

গেল নির্বাচন বয়কট করলেও, ভবিষ্যতে স্বচ্ছতার নিশ্চয়তা পেলে আবারও নির্বাচনে লড়তে চান তামিম ইকবাল। জানালেন, দায়িত্ব পেলে দলকে বিশ্বকাপ জয়ের উপযোগী করে তুলতে কাজ করবেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ সিরিজ জিততে পারে। বাংলাদেশ থেকে টপ ব্যাটসম্যান প্রডিউস হতে পারে। কোনো একসময় গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ জেতার দাবিদার হতে পারে। এর জন্য একটি প্লেয়ারের জন্য যে ফ্যাসিলিটিসগুলো তৈরি করা দরকার, আমি কোনো সময় যদি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারি, মেইন ফোকাস উইল বি দ্যাট।’

তামিম চান দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। তবে, কোচিং ক্যারিয়ারে না জড়ানোর সিদ্ধান্তে অটল থাকছেন তিনি।

এফএস