বিপিএলের দ্বাদশ আসরের নিলাম আজ

বিপিএলের লোগো
বিপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

বিতর্ক আর নানা সমালোচনাকে সরিয়ে রেখে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। আজ (রোববার, ৩০ নভেম্বর) রাজধানীর একটি ৫ তারকা হোটেলে চলছে নিলাম কার্যক্রম।

এবারের নিলামে ২৫০ জন বিদেশি ক্রিকেটারের পাশাপাশি থাকছেন ১৫৯ জন দেশি ক্রিকেটার। নিলাম থেকে প্রতিটি দলকেই অন্তত দু’জন বিদেশি এবং ১২ জন দেশি ক্রিকেটারকে দলে নিতে হবে। আর নিলামের আগেই দু’জন দেশি এবং দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে।

আরও পড়ুন:

সেখান থেকে এরইমধ্যে সব দলই দেশি ক্রিকেটারের কোটা পূরণ করেছে। এর বাইরে দল পেয়েছেন বেশ কিছু বিদেশি তারকা। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ নিলাম চলবে সব দলের নির্ধারিত খেলোয়াড় কোটা পূরণ হওয়ার আগে পর্যন্ত।

এফএস