সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরলেন শামীম

শামীম হোসেন পাটোয়ারী
শামীম হোসেন পাটোয়ারী | ছবি: সংগৃহীত
0

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির দলে যুক্ত হয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। আজ (রোববার, ৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে সিরিজের শুরুতে শামীমকে ছাড়াই দল ঘোষণা করেছিল বিসিবির নির্বাচক প্যানেল। সেই সময় তাকে দলে না নেয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। নিজের মতামত ছাড়াই বিসিবি স্কোয়াড দেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন:

তবে দুই ম্যাচ পরই শামীমকে স্কোয়াডে ফিরিয়েছেন নির্বাচকরা। শামীম যুক্ত হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। এদিকে গতকাল (শনিবার, ২৯ নভেম্বর) আয়ারল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী (মঙ্গলবার, ২ ডিসেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

এফএস