২০২৩ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আর হোম কন্ডিশনে কোনো সিরিজ জয়ের স্বাদ পায়নি টাইগাররা। সেই আইরিশদেরই আবারও আমন্ত্রণ জানিয়ে ২-০ তে সিরিজ জিতে হোয়াইটওয়াশের লজ্জা দিলো শান্ত বাহিনী।
সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ঢাকায়ও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ফিল সিমন্সের শিষ্যরা। প্রথম টেস্ট তিনদিনে জিতে গেলেও এবার অবশ্য খেলতে হয়েছে ৫ দিনই। যেখানে অবশ্যই কৃতিত্ব পাবে আয়ারল্যান্ডের ব্যাটাররা।
শুধু আয়ারল্যান্ড নয় কৃতিত্ব পেতে পারেন নয়া পিচ কিউরেটর টনি হেমিংও। মিরপুরের মাঠে দীর্ঘদিন পর দর্শকরা দেখলো ৫ দিনের খেলা। যেখানে রান পেয়েছেন দুই দলের ব্যাটাররাই। চার ইনিংসে ১২৭৫ রান রান এসছে দুই দলের ব্যাটারদের থেকে, যা মিরপুরের মাঠে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন:
শেষ টেস্টে মিরপুরে দাপট চলেছে ব্যাটারদের। তবে স্পিনাররাও পেয়েছেন সাফল্য। বিশেষ করে টাইগার বোলার তাইজুল ইসলাম ও হাসান মুরাদের কথা বলতেই হবে।
তাইজুল দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট আর হাসান মুরাদ ঝুলিতে পুরেছেন ৬টি। যেখানে তাইজুল আবার গড়েছেন কীর্তি। একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এ স্পিনার।
ব্যাটার হিসেবে দারুণ করছেন সাদমান, লিটন, মমিনুলরা। তাদের রানে ফেরা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। পাশাপাশি শততম টেস্টে শতক ও দুই ইনিংসে পঞ্চাশোর্ধ রান করে নজির গড়েছেন মুশফিকুর রহিমও।





