নির্ভুল আর সাহসী সিদ্ধান্ত দিয়ে এরইমাঝে আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি অর্জন করেছেন আইসিসির একমাত্র বাংলাদেশি এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যে কারণে বড় বড় ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। এবারের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজেও আছেন বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম টেস্টে দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে।
বেশকিছু রেকর্ডের পাশাপাশি পার্থে প্রথম টেস্টে ফলাফল এসেছে মাত্র দুই দিনেই। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এসব ছাপিয়ে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেমি স্মিথের দেয়া আউটের সিদ্ধান্ত।
পার্থে দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন জেমি স্মিথ। ২৮তম ওভারে ব্রেন্ডন ডগেটের লেগ স্ট্যাম্পের উপরের বল পুল করতে যান স্মিথ। আবেদন হলে অবশ্য অনফিল্ড আম্পায়ার নিতীন মেনন অনড় ছিলেন আউট না হওয়ার সিদ্ধান্তে। রিভিউ নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
প্রায় ৫ মিনিট রিভিউ করে নিতীনের সিদ্ধান্তকে প্রভাবিত করেন টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বল-ব্যাটে সংযোগ হয়েছে বলে অন ফিল্ড আম্পায়ারকে আউটের সিদ্ধান্ত জানাতে বলেন এই বাংলাদেশি আম্পায়ার। তখনই মাঠে থাকা ইংল্যান্ডের সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সৈকতকে দুয়ো দিয়ে থাকেন ইংলিশ ভক্তরা।
এমন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছে ইংল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফও। তারা তাদের সরাসরি ধারাবিবরণীতে বলেছেন ' এমন সিদ্ধান্ত হাস্যকর।
অবশ্য সৈকতের এমন সাহসী সিদ্ধান্তে পাশে পেয়েছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেলকে। সৈকতকে প্রশংসায় ভাসিয়ে জেমি স্মিথকে আউট দেয়ার সিদ্ধান্তকে এককথায় সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এই অস্ট্রেলিয়ান।
এর আগে গত বছর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা হয়েছিলো। যেখানেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সৈকত।
জায়সওয়ালের আউটের সেই সিদ্ধান্ত নিয়ে জলঘোলা কম হয়নি। ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান সবাই মজেছিলেন সৈকতের সমালোচনায়। তবে সেবারও সৈকতের সাহসী সিদ্ধান্ত ক্রিকেটবিশ্বে প্রশংসা কুড়িয়েছিল। সাইমন টফেল সেই সিদ্ধান্তেও সাধুবাদ জানিয়েছিলেন। যেমনটা জানিয়েছেন এবারও।





