সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

ম্যাচের আগে মুশফিকের হাতে ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার
ম্যাচের আগে মুশফিকের হাতে ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার | ছবি: এখন টিভি
0

আগের টেস্টে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ঢাকায় এসেছে বাংলাদেশ। আজ (বুধবার, ১৯ নভেম্বর) দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে এই দুই দল। তবে শঙ্কার বিষয় মিরপুরে আগের মতো কালো পিচের উইকেট দেখা যাবে কি না তা নিয়ে। টাইগার হেডকোচ অবশ্য ম্যাচের আগে পিচ নিয়ে স্বস্তির খবর দিয়েছেন। জানিয়েছেন, ম্যাচের জন্য যে পিচ বানানো হয়েছে তা ব্যাটিং সহায়ক।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বড় জয় নিয়ে ঢাকায় এসেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে নামার আগে তাই স্বভাবতই খানিকটা নির্ভার টাইগাররা। তবে ম্যাচ ছাপিয়ে সবার চিন্তা মিরপুরের উইকেট নিয়ে। হোম অফ ক্রিকেটে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কালো পিচ দেখা গিয়েছিল তা নিয়ে আলোচনা তো আর কম হয়নি।

তবে এ ম্যাচে আগের মতো পিচ থাকছে না তা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন টাইগার হেডকোচ ফিল সিমন্স। হেডকোচ ফিল সিমন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তুলনায় এটা একটা ভিন্ন উইকেট। এটা যথেষ্ট ভালো। কাল সকালে পিচ আরও কয়েকবার রোল করা হবে। কাল সকালে আমরা আবার পিচ দেখবো।’

আরও পড়ুন:

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি অবশ্য বাংলাদেশ দলের জন্য বিশেষ কিছু। কারণ এই ম্যাচে বাংলাদেশি প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের এমন ইতিহাসে ডাগ-আউটে থাকতে পারবেন ভেবে নিজেকেও ধন্য মনে করছেন হেড কোচ।

তিনি বলেন, ‘আপনি পেছন ফিরে তাকালে দেখবেন তিনি ১৫ থেকে ২০ বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাচ্ছেন, যা তাকে টিকিয়ে রেখেছে। তার মাঝে সবসময় খেলার আকাঙ্ক্ষা ছিলো। যারা ১০০ থেকে ১৫০টি টেস্ট খেলেছে সবার মাঝেই ভালো করার তাড়না খুঁজে পাবেন।’

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে অবশ্য এ ম্যাচেও জয়ের ব্যাপারে সন্দিহান আয়ারল্যান্ড। তবে সিরিজের শেষ ম্যাচে মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আইরিশ ক্রিকেটার হ্যারি ট্যাক্টর।

আইরিশ ক্রিকেটার হ্যারি ট্যাক্টর বলেন, ‘আমরা শেষ টেস্টে ভালো করতে পারিনি। তবে আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি। এই ম্যাচে সেসব কাজে লাগিয়ে ভালো ক্রিকেট উপহার দেয়ার চেষ্টা থাকবে আমাদের।’

ম্যাচকে ঘিরে দু’দলই নিজেদের সেরা প্রস্তুতি সেরেছে। দল ছাপিয়ে ম্যাচটিতে আলাদা নজর থাকবে মুশফিকুর রহিমের দিকেই। শততম ম্যাচে নিজেকে কতটা আলোকিত করতে পারেন মুশি সেটাই এখন দেখার অপেক্ষা।

ইএ