সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ; ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল | ছবি: এখন টিভি
0

নারী কেলেঙ্কারি, পরিচালকদের বিতর্কিত মন্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও যুক্ত হয়েছিল ক্রিকেট বোর্ডের নামের পাশে। যে কারণে সংবাদ সম্মেলনও বয়কট করেছেন সাংবাদিকরা। এক ভিডিও বার্তায় এবার এমন বিতর্কের জন্য ক্ষমা চাইলেন বোর্ড সভাপতি।

বিসিবির নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বড় আয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। তবে দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনীটা খুব একটা মধুর হয়নি। গত সোমবার (১০ নভেম্বর) আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে প্রবেশের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হন ক্রীড়া সাংবাদিকরা। শেষ পর্যন্ত করেন বয়কটও।

সাংবাদিকদের অনুষ্ঠান বয়কটে অস্বস্তিকর পরিস্থিতিতে পরে বিসিবি। ঘটনার দিন দুয়েক পর আজ (বুধবার, ১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। আপনাদের আমন্ত্রণ দেয়ার পরও আমাদের যে ধরনের আমন্ত্রণ রক্ষা করার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার আমরা সেটা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষামাপ্রার্থী।’

আরও পড়ুন:

অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির পেছনে কারা দায়ী, তা খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে কেন এ ব্যর্থতাটা আসছে সেটা আমরা তদন্ত করবো। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবো।’

ভিডিও বার্তায় সাংবাদিকদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে উল্লেখ করেন বুলবুল। সামনে এমন কিছু না হওয়ার আশা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবি সভাপতি।

এসএস