ডেঙ্গু আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ, হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ | ছবি: সংগৃহীত
0

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) হাসাপাতালের বিছানায় রিয়াদের ঘুমিয়ে থাকার একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয়া চান তার স্ত্রী জান্নাতুল কাওসার।

সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই চোটে পড়েন মাহমুদউল্লাহ। তবে ধীরে ধীরে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন দেশের এই ব্যাটার। 

আরও পড়ুন:

তবে এর মধ্যেই জ্বর অনুভূত হলে পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ধীরে ধীরে রিয়াদের শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক।

এসএইচ