নারী হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ নভেম্বর

নারী হকি টুর্নামেন্ট শুরু ২ নভেম্বর, ৪ জোনে ভাগ এবারের আসর | ছবি: সংগৃহীত
0

আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় নারী হকি টুর্নামেন্ট-২০২৫। ৪টি জোনে ভাগ করে শুরু হচ্ছে এবারের আসর। রাজশাহী, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লার ৪ জোনে খেলবে ১৮টি জেলা।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনে নারী হকি টুর্নামেন্ট নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়।

আগামী ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে জোন-১ এর খেলা। ৩ থেকে ১০ নভেম্বর চলবে জোন-২ এর খেলা। ৮ থেকে ১২ নভেম্বর হবে জোন-৩ ও ১০ থেকে ১৪ নভেম্বর চলবে জোন-৪ এর খেলা। 

আরও পড়ুন:

সব জোনেই সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল খেলবে জোনাল ফাইনাল। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এবারের টুর্নামেন্ট। সব নারী খেলোয়াড়দের জন্য থাকছে কিট ব্যাগ, ইনার গার্মেন্টস, ট্রাক স্যুটসহ ৭টি প্রয়োজনীয় কিটস।

এসএইচ