কারাবো কাপ: কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি, আর্সেনাল, চেলসি; বিদায় লিভারপুলের

চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছে লিভারপুল
চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছে লিভারপুল | ছবি: সংগৃহীত
0

কারাবো কাপে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি। আর চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছে সবশেষ রানার্স আপ দল লিভারপুল। ঘরের মাঠে অ্যানফিল্ডে নেমে তারই খেসারত দিতে হয়েছে এ ম্যাচে।

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে হেরে যাওয়ার ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে কোচ স্লট। ছিলেন না মোহাম্মদ সালাহ, আলেকসান্দার ইসাকসহ নিয়মিত দাপুটে খেলোয়াড়রা। বিরতির আগে এবং পরে প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস মোট তিন গোল করলেও হতাশ করেছে টুর্নামেন্টের রেকর্ড ১০ বার শিরোপাজয়ী অল রেডরা।

আরও পড়ুন:

সবশেষ সাত ম্যাচে ছয়টিতে হার স্লটের শিষ্যদের। আর চলতি মৌসুমে এ নিয়ে তিনবার প্যালেসের কাছে হারলো লিভারপুল। ভিন্ন ম্যাচে চতুর্থ রাউন্ডে শুরুতে এগিয়ে থাকা চেলসিকে ভয় ধরিয়ে দেয় উলভারহ্যাম্পটন।

তবে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে চেলসি। এদিকে দিনের অন্য ম্যাচে সোয়ানজির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে ম্যানসিটি। আর্সেনালের কাছে ২-০ গোলে আসর থেকে বিদায় ব্রাইটনের।

ইএ