৪৩ বছর বয়সী পেসার অ্যান্ডারসন ২২ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন। টেস্টে পেসারদের মধ্যে অ্যান্ডারসনই সর্বোচ্চ উইকেটশিকারি। অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি। ১৯৪ ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট। দেশের হয়ে ১৯ টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ১৮।
আরও পড়ুন:
ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে তিনি কাউন্টি ক্রিকেট খেলছেন। ৩০৪টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট সংখ্যা ১ হাজার ১৪৩টি।





