প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ১৬ রানের হার টাইগারদের

ওয়েস্ট ইন্ডিস টি-টোয়েন্টি দল
ওয়েস্ট ইন্ডিস টি-টোয়েন্টি দল | ছবি: সংগৃহীত
0

ওয়ানডে সিরিজে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে মুদ্রার উল্টোপিঠ দেখলো বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ১৬ রানের হার দেখেছে টাইগাররা। টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় আরও একবার হতাশ করলো স্বাগতিকরা।

ঢাকা থেকে চট্টগ্রাম। ফরম্যাট আর ভৌগলিক দূরত্বের পর পরিবর্তন এসেছে ২২ গজের উইকেট নিয়েও। আর সেটার প্রভাব দেখা গেল ফলাফলেও। ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরা বাংলাদেশের বোলাররা এদিন কিছুটা অসহায়ই ছিলেন ক্যারিবিয়ান ব্যাটারদের কাছে। বন্দরনগরীর স্পোর্টিং উইকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ছাড়া দলের সব বোলারই ছিলেন খরুচে।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোভাবে সামাল দেন দুই ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিং এবং অ্যালিক আথাঞ্জে। দুজনের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে এসেছিল ৫৯ রান। ৩৪ রান করা আথাঞ্জেকে বোল্ড করে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। শাই হোপ ক্রিজে এসেও সচল রেখেছিলেন রানের চাকা। দলীয় ৮২ রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। যদিও রভম্যান পাওয়েল এবং শাই হোপের ৪৬ বলে ৮৩ রানের জুটিতে ক্যারিবিয়ানরা পায় ১৬৫ রানের বড় পুঁজি।

বড় রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলে ফেরা অধিনায়ক লিটন দাস আউট হন ৫ রান করে। সাইফ হাসান, শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান ইনিংস বড় করতে ব্যর্থ হলে বিপাকে পড়ে টাইগাররা। ৫ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের চেষ্টা করেছিল হৃদয় ও সাকিব। কিন্তু, জেইডেন সেইলস হৃদয়কে ফেরান দলীয় ৭৭ রানে।

শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ এবং নাসুমের ক্যামিওতে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে টাইগাররা। শেষ দুই ব্যাটার মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের ব্যাটে আশাও জেগেছিল। তবে তাসকিনের হিট উইকেটের পর ১৬ রানের হারটাই সঙ্গী হলো বাংলাদেশের।

এসএস