ক্যারিয়ারের শুরু থেকেই পিঠের চোটে ভুগছেন কামিন্স। গত জুলাইয়ে পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন থেকেই তিনি মাঠের বাইরে। চোট সত্ত্বেও অ্যাশেজ দিয়েই মাঠে ফেরার পরিকল্পনা ছিল তার, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
কামিন্সের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলে সুযোগ পেতে পারেন পেসার স্কট বোল্যান্ড। আগামী ৪ ডিসেম্বর ব্রিজবেনের গ্যাবায় শুরু হবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, সে ম্যাচ দিয়েই কামিন্স ফিরতে পারেন দলে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আগেই বলেছিলাম, কামিন্সের সুস্থ হতে প্রায় চার সপ্তাহ লাগবে। এখন সে সময় পার হয়েছে। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশায় আছি আমরা। এই সপ্তাহ থেকেই সে বোলিং শুরু করবে—এটাই আশার কথা।’
স্মিথের নেতৃত্বে আস্থা প্রকাশ করে ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা ভাগ্যের ব্যাপার। কামিন্সের সঙ্গে তার বোঝাপড়া দারুণ। প্রথম টেস্টে কামিন্স খেলতে না পারলেও দলের সঙ্গেই থাকবে।’





