আর তাতেই গতকাল (রবিবার, ২৬ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন জেমিসন। এর আগে ২০২৪ সালেও ইনজুরির কারণে এক বছরের বেশি সময় খেলার বাইরে ছিলেন এ কিউই বোলার।
আরও পড়ুন:
এছাড়াও এর আগে ইনজুরি প্রবণ কাইল জেমিসন ভুগেছেন স্ট্রেস ফ্র্যাকচার, ব্যাক পেইনের মত সমস্যায়। কিউই কোচ রব ওয়াল্টার দলের অন্যতম পেস বোলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। বরং জেমিকে প্রস্তুত করতে চান আগামী ৫ নভেম্বর অকল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।





