মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির জয়

ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মিয়ামি ম্যাচে মেসি
ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মিয়ামি ম্যাচে মেসি | ছবি: সংগৃহীত
0

এমএলএস প্লে অফের প্রথম রাউন্ডে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। জোড়া গোল করে মেজর লিগ সকারে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৩৯ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

ঘরের মাঠে ন্যাশভিলের বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো মিয়ামি। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে প্রথম ১৮ মিনিটে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দুর্দান্ত হেডে মিয়ামিকে লিড এনে দেন লিওনেল মেসি। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার মিয়ামি।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড বাড়ায় সুয়ারেজরা। তবে ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুলে আলতো টোকায় ক্যারিয়ারের ৮৯১তম গোলে ব্যবধান বাড়ান মেসি। শেষের দিকে হানি মুখতার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ন্যাশভিল।

এফএস