অভিষেকেই ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড আসিফ আফ্রিদির

পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদি
পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদি | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। আর অভিষেক টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছেন এ পাকিস্তানি স্পিনার। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে আসিফের অভিষেক হয়। ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে টনি ডি জর্জি ও দেওয়াল্ড ব্রেভিসকে ফেরান এ স্পিনার।

এরপর তৃতীয় দিন একে একে ফেরান কাইল ভেরেইনা, ত্রিস্তান স্টাবস ও সাইমন হারমারকে। এর মাধ্যমে ইংলিশ সপিনার চার্লস মেরিওটের রেকর্ড ভেঙেছেন আসিফ।

আরও পড়ুন:

১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আসিফের দাপুটে বোলিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধাজনক অবস্থায় রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩৩ রান করা স্বাগতিকরা এ স্পিনারের বোলিংয়ে লিডের স্বপ্ন দেখছে।

এফএস