ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইসে অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ফারমিন লোপেজ করেছেন হ্যাটট্রিক, মার্কাস রাশফোর্ড করেন জোড়া গোল। এছাড়া পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি।
আরও পড়ুন:
ডেজিরে দুয়ে দুটি গোল করেন। কোপেনহেগেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বেনফিকাকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইন্টার মিলান ৪-০ গোলে সেইন্ট ইউনিয়ন ও ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
অবশ্য অঘটনের শিকার হয়েছে নাপোলি। পিএসভি আইন্দোভেনের কাছে ৬-২ গোলে হেরেছে তারা। এছাড়া আর্সেনালের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।





