ক্রাইস্টচার্চে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও মার্ক চাপম্যান তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন।
তবে চতুর্থ উইকেটে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করা সেইফার্ট ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতেই অল আউট হয় ব্ল্যাকক্যাপরা। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ একাই নেন ৪ উইকেট।
আরও পড়ুন:
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের ৮৫ ও অধিনায়ক হ্যারি ব্রুকের ৭৮ রানে ভর করে ২৩৬ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।
আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।





