নারী বিশ্বকাপ: বিকেলে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

নারী ক্রিকেট দল
নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। আজ (সোমবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেমিফাইনাল আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের লিগ পর্বের শেষদিকে এসে এটাই হয়ত বড় আক্ষেপ নিগার সুলতানার দলের জন্য। বৈশ্বিক আসরে নিজেদের প্রথম সেমিফাইনাল ম্যাচ থেকে নিগার সুলতানার দল এখন অনেকটাই দূরে। তবে সম্ভাবনা একেবারেই শেষ হয়নি। নিভু নিভু অবস্থায় থাকা আশার সেই প্রদীপ জ্বালিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নজর জ্যোতি-নাহিয়াদের।

আরও পড়ুন:

চলতি আসরে ৫ ম্যাচ থেকে এখন পর্যন্ত কেবল ১ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে বাকি চার ম্যাচেই। ২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে তারা। ৫ ম্যাচ থেকে কোনো জয় না পাওয়া লঙ্কান নারীদের অবস্থাও একই। বৃষ্টির কল্যাণে দুই পয়েন্ট পেলেও রান-রেটে জ্যোতিদের পেছনেই আছে তারা। বিশ্বকাপে সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে তাদেরও। যদিও এর জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হচ্ছে লঙ্কান নারীদের।

দুই দলের সবশেষ দেখায় অবশ্য জয় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১ রানের জয় ছিল জ্যোতিদের পক্ষে। অবশ্য সামগ্রিক ফলাফল বিবেচনায় লঙ্কান নারীরাই থাকবেন এগিয়ে। শেষ ৫ ম্যাচের মধ্যে দুই জয় তাদের। বাকি দুই ম্যাচে ফল আসেনি বৃষ্টির কারণে। বিশ্বকাপ মিশনে তাই অতীত রেকর্ডটাও বদলের দিকে মনোযোগ টাইগ্রেসদের।

হাতে থাকা দুই ম্যাচ জিতলে বাংলাদেশ টিকে থাকবে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে। মুম্বাইয়ের মাঠ সর্দার পাতিল স্টেডিয়ামে জয় পাওয়ার পাশাপাশি বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলগুলোর দিকেও। অবশ্য সবার আগে নিজেদের কাজটাই ঠিকভাবে করা জ্যোতির দলের জন্য বড় চ্যালেঞ্জ।

ইএ