ঘরের মাঠে নিজেদের চেনা পরিবেশে অপ্রতিরোধ্য টিম বাংলাদেশ। দেশের মাটিতে বাংলাদেশের সাফল্যের হার অ্যাওয়ে সিরিজের চেয়ে তুলনামূলকভাবে ভালো। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ জয় শতকরা ৪২ শতাংশের বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় দলগুলোর মতো মাঠে উইকেটের সুবিধা কাজে লাগানোর পক্ষে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যে কয়টা পিচ আছে এখানে, সব কিন্তু একই রকম। টিম ম্যানেজমেন্ট যদি চায়, কমপক্ষে দুই সপ্তাহ আগে যদি চায়, অবশ্যই ফ্ল্যাট ট্র্যাক দেয়া যাবে।’
দেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের খেলানোর চল একদম সীমিত। এর মাঝে প্রসেসিং ঠিক থাকায় দীর্ঘদিন পরিশ্রম করে সাফল্য পাচ্ছেন রিশাদ। সেইসঙ্গে লেগ স্পিনার জুবায়ের লিখনের হারিয়ে যাওয়ার কারণও জানালেন নান্নু।
আরও পড়ুন:
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘অনেক স্ট্রাগল করার পর একজন খেলোয়াড় এই পর্যন্ত আসে। রিশাদের সবচেয়ে ভালো গুণ হলো যে ও যথেষ্ট পরিশ্রমী। ওর অ্যাবিলিটি যেটুকু ছিল, তার চেয়ে বেশি সে চেষ্টা করেছে।’
ওয়ানডে ফরম্যাটে কঠিন সময় পার করছে মিরাজ বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হলেও মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখতে চান নান্নু। ম্যাচে বোলার রোটেশন কিংবা ফিল্ডারদের পরিবর্তনের তাৎক্ষনিক সিদ্ধান্তে অধিনায়কই সর্বেসর্বা। টপ-অর্ডার ব্যাটারদের ও যথেষ্ট সময় দেবার পক্ষে নান্নু।
নান্নু বলেন, ‘কমপক্ষে ৬ থেকে ৭টা সিরিজ যদি না যায়, লম্বা স্পেল যদি না যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না যে একজন অধিনায়ক কীভাবে তার দলকে চালাচ্ছে। সে অনূর্ধ্ব-১৯ এর অধিনায়ক ছিল, যথেষ্ট ভালো ক্রিকেটার। মেধা যথেষ্ট আছে। আমার মনে হয়, অধিনায়কত্ব ওর জন্য তেমন কঠিন কিছু নয়। সামনে আরও অভিজ্ঞতা অর্জন করে, আরও ভালো করবে আশা করি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রিশাদের স্পিন বিষে ধরাশায়ী উইন্ডিজরা। ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে সরাসরি যেতে থাকবে না কোনো বাধা। তাই আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) চেনা পরিবেশে ক্যারিবিয়ানদের আরেকবার হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত মিরাজ বাহিনী।





