সাম্প্রতিক ওয়ানডে ফরম্যাটে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ, ক্রিকেটাররা নেই ছন্দে। আর উপমহাদেশের ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা মানেই সমর্থকদের সমালোচনার তীরে বিদ্ধ হওয়া। তবে মাঝে মাঝে ছাড়িয়ে যায় সেই তিক্ততার মাত্রা।
আফগান সিরিজে শেষ ওয়ানডেতে সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাইম শেখ। বিমানবন্দরে সমর্থকদের রোষানলে পড়েন তিনি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই’ লিখে পোস্ট দিলেও উল্টো বিরূপ প্রতিক্রিয়া পান এ ওপেনার।
কোচ ফিল সিমন্স মনে করেন, সমর্থকদের সব কথার জবাব দিতে নেই। এমনকি সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের কিছু লেখার বিষয়েও সতর্ক করেছেন তিনি।
ফিল সিমন্স বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার ব্যাপারে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। তবে বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত নয়।’
আরও পড়ুন:
ধারাবাহিক ব্যর্থতায় ট্রলের শিকার হয়েছেন জাকের আলীও। কেউ কেউ করেছেন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন হেডকোচ।
সিমন্স বলেন, ‘আমি আরও একটা বিষয়ে বলতে চাই।আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক নয়। আমি জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে খুবই বিরক্ত।’
তিনি বলেন, ‘এটা ভালো কিছু নয়। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিক।’
স্যোশাল মিডিয়ার পরিবর্তে সমালোচনার জবাব মাঠে দেবেন ক্রিকেটাররা, এমনটাই চান সিমন্স। আর বাংলাদেশ দল এই সুযোগটা পাচ্ছে উইন্ডিজ সিরিজেই।





