মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (শনিবার, ১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এর আগেই দুই দলের অধিনায়ক মেহেদী মিরাজ ও শাই হোপের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সিরিজের ট্রফি উন্মোচন করা হলো।
আরও পড়ুন:
এরপর ম্যাচকে সামনে রেখে অনুশীলনও করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অনুশীলনের পর প্রেস কনফারেন্স করেন বাংলাদেশের দলের কোচ।
এছাড়া নির্ধারিত সময়ে প্রেস কনফারেন্স সেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ও অধিনায়কও। কাল প্রথম ওডিআই শুরু হবে দুপুর দেড়টায়। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২৩ অক্টোবর।





