সেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়ের প্রত্যাশা ব্যক্ত করছেন খুলনার অধিনায়ক মোহম্মদ মিথুন আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরে অধিনায়ক আকবর আলী গতবারের ধারাবাহিকতা ধরে রাখতে চান।
সাদা বলের সংক্ষিপ্ত এ সংস্করণের প্রথম আসরে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো রংপুর। এবারও শিরোপার দাবিদার দলটি। ফাইনালের আগে ক্যাপ্টেনস মিটে এসে নিজেদের প্রত্যাশার পাশাপাশি বিপক্ষ দলকে সমীহ করেই কথা বললেন খুলনার অধিনায়ক।
খুলনা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিথুন বলেন, ‘রংপুর শেষ কিছু ম্যাচ খুবই ভালো খেলেছে। ওরা খুব ভালো টিম। ওদের প্রতি সেই শ্রদ্ধাটা সবসময় থাকবে। একইসাথে আমাদের টিমটাও খুবই ভালো, অভিজ্ঞ। প্রথমদিন থেকেই আমাদের দলের সকল সদস্যের মধ্যে এ জিনিস কাজ করছে যে এবারের ট্রফি আমরা জিততে চাই।’
আরও পড়ুন:
অন্যদিকে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে চান রংপুরের অধিনায়ক আকবর আলীও। দল নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী তিনি।
রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী বলেন, ‘আল্টিমেট গোল তো অবশ্যই থাকবে চ্যাম্পিয়নশিপের জন্য। তবে এটা একটু কঠিনও। প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনোই ভালো। আমরা প্রথমে ভেবেছিলাম টপ টুতে যেন আমরা শেষ করতে পারি। সেটা হয়নি কিন্তু এখন আমার মনে হয় আমরা মোমেন্টামটা পেয়েছি। আমাদের চেষ্টা থাকবে একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওদের ওপর এক্সিকিউট করার চেষ্টা করা।’
আসরটিতে ৮ ইনিংসে এখন পর্যন্ত ২০৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন রংপুরের অধিনায়ক আকবর। অন্যদিকে ইনিংস খেলে খুলনার আনামুল হক বিজয়ও আছেন সেরা দশের মধ্যে। ফাইনালে তাই আলাদা নজর থাকবে এই ব্যাটসম্যানের উপরে।
অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে দায়িত্বশীল ব্যাটিং করে খুলনাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসির হোসেন। পেয়েছেন অর্ধশতকের দেখা, হয়েছেন ম্যাচ সেরা। তাই ফাইনালে তার উপরও বাড়তি নজর থাকবে দর্শকদের। বোলিং-ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে কারা হবেন এবারের আসরে শিরোপাধারী দল তাই এখন দেখার বিষয়।





