নোয়াখালীসহ বিপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নাম প্রকাশ করেছে বিসিবি

বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি | ছবি: সংগৃহীত
1

বিপিএলের আগামী মৌসুমের জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নাম প্রকাশ করেছে বিসিবি। যার মধ্যে কমপক্ষে ৫টি দলকে ৫ বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেবে ক্রিকেট বোর্ড। গতকাল (শনিবার, ১১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিসিবি জানায়, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহবান করা হয়েছে। পত্রপত্রিকায় বিজ্ঞাপনও যাবে রোববার। এর মাধ্যমে এবারের বিপিএলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।

আরও পড়ুন:

বিপিএলের আগামী মৌসুমের জন্য প্রকাশিত অঞ্চলগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর এবং সিলেট।

নতুন পরিচালনা কমিটি গঠনের পর প্রথম বোর্ড সভাতেই বিপিএল আয়োজনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের রূপরেখা দিয়েছে বিসিবি।

রূপরেখা দেয়ার পাশাপাশি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখান থেকে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। এর পাশাপাশি আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে বিপিএলের ১২তম আসর থেকে ১৬তম আসর পর্যন্ত মালিকানা দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

ইএ