এনসিএল শিরোপা জিততে আশাবাদী মিথুন ও আকবর

গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ মিথুন ও আকবর আলি
গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ মিথুন ও আকবর আলি | ছবি: সংগৃহীত
0

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনালের আগে প্রেস দ্য মিটে কথা বলেছেন খুলনা ও রংপুর বিভাগের দুই অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আকবর আলি । জানিয়েছেন, শিরোপা জয় করা কঠিন হবে। তবে দুজনই আশাবাদী শিরোপা ঘরে তোলার ব্যাপারে।

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো খুলনা বিভাগ। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় চট্টগ্রাম বিভাগ।

আরও পড়ুন:

এদিকে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিলেটের ইনডোরে অনুশীলন করেছে রংপুর ও খুলনা। দীর্ঘ সময় ব্যাটিং-বোলিংয়ে ব্যস্ত থেকেছেন দু’দলের ক্রিকেটাররা।

শিরোপার লড়াইয়ে খুলনার মুখোমুখি হবে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল (রোববার, ১২ অক্টোবর) বিকেল ৫টায়।

এফএস