মাউন্ট মঙ্গানুইয়ে আজ (শুক্রবার, ৩ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য প্রথমে ১৮ ও পরবর্তীতে ৯ ওভারে নেমে আসে। তবে ১৩ বল হওয়ার পর ফের বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।
আরও পড়ুন:
খেলা পুরোপুরি না হলেও এ ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছেন লেগ-স্পিনার ইশ সোধি।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। আগামীকাল (শনিবার, ৪ অক্টোবর) একই ভেন্যুতে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল।
এ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলেও সিরিজ ড্র হবে। সেক্ষেত্রে সিরিজের ট্রফিটি থেকে যাবে অস্ট্রেলিয়ার কাছেই। তবে সেই ম্যাচটিতে জয় পেলে তারা অন্তত কিছুটা গর্ব নিয়ে দেশে ফিরতে পারবে।





