গত মাসে প্রথম দেখায় এই নর্দান আয়ারল্যান্ডকেই ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হারের পর জয়ের পথে ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি।
আরও পড়ুন:
তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে নর্দান আয়ারল্যান্ড। আর দু’টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। সরাসরি মূল পর্বের টিকেট পেতে পরের ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে।
এ ম্যাচে চোটের কারণে থাকছেন না রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগার। এছাড়া বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালাকেও একই কারণে এ ম্যাচে পাচ্ছে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক ফিরেছেন দলে।





