সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে আফগানিস্তান-বাংলাদেশ

জাকের আলী ও রশিদ খান
জাকের আলী ও রশিদ খান | ছবি: সংগৃহীত
0

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচটি। এ ম্যাচে জয় পেলেই প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং ইউনিটের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না জাকের আলীদের।

২৪ ঘণ্টার ব্যবধানে একই মাঠে, একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয় পাওয়ার সুখস্মৃতি থাকলেও শারজাহতে এদিন বাড়তি চিন্তা নিয়েই সিরিজ নিশ্চিতের ম্যাচ খেলতে হবে সফরকারীদের। সিরিজের প্রথম ম্যাচে ৯ রানে ৬ উইকেট হারানোর তিক্ত অভিজ্ঞতা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে না ফিল সিমন্স শিষ্যদের।

আরও পড়ুন:

আফগানিস্তানের বিপক্ষে গতকালের জয় দুই দলের পরিসংখ্যানে নিয়ে এসেছে সমতা। মুখোমুখি ১৪ দেখায় এ মুহূর্তে সমান ৭টি করে জয় দুই দলের। তবে ম্যাচ ভেন্যু শারজাহতে এখনো নিজেদের প্রমাণ করা বাকি ফিল সিমন্স শিষ্যদের। এ মাঠে ৭ ম্যাচের মধ্যে কেবল দু'বার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর একই মাঠে আফগানিস্তান ৩১ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ২০ ম্যাচেই। ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা তাই অজানা নয় রশিদ খানের দলের জন্য।

তবে, সব ছাপিয়ে নজর থাকবে টাইগারদের মিডল অর্ডারের দিকে। এশিয়া কাপের ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পরেও সমালোচনা ছিল মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে। গতকালের ম্যাচে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি আর তানজিম সাকিবদের ব্যর্থতা সমর্থকদের কপালে ফেলেছিল চিন্তার ভাঁজ। তবে, ব্যর্থতার এশিয়া কাপ শেষে তামিম-ইমন জুটির রানে ফেরা বাংলাদেশকে রাখবে নির্ভার।

প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ। আফগানদের সবশেষ দুই ম্যাচেই হারানোর সুখস্মৃতিটাও পাশে পাচ্ছে দল। কিন্তু, নিজেদের নড়বড়ে ব্যাটিং ফর্মটাই শারজাহতে টাইগারদের বড় বাধা হতে পারে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

ইএ