‘হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি নেই’

সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন
সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন | ছবি: এখন টিভি
0

হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাঈদ হাসান কানন। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতেও ঘাটতি দেখছেন না তিনি। তবে দলের জন্য জামাল ভূঁইয়াকে কোচের কাজে লাগানো উচিত বলে মনে করেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই। ঘরের মাঠে ম্যাচের ১০ দিন আগে থেকেই ক্যাম্প শুরু করেছে জামাল ভূঁইয়ারা। লক্ষ্য একটাই, ৩ পয়েন্ট আদায় করা।

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে নামার আগে অবশ্য সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। গত উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ থাকলেও কেবল একটি ম্যাচ খেলতে পেরেছে জামালরা। এর আগে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান আর ভারত ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

অন্যদিকে সেরা ছন্দে থাকা হংকং, চায়না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে আমন্ত্রণ জানিয়ে খেলেছে ম্যাচ। এরপর এশিয়ার পাওয়ার হাউজ খ্যাত জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি চায়নার মতো বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নিয়েছে।

তবে সাবেক জাতীয় দলের গোলরক্ষক সাঈদ হাসান কানন মনে করছেন যে প্রস্তুতি হয়েছে তাতে ভালো ম্যাচ উপহার দেবে বাংলাদেশ।

আরও পড়ুন:

বাংলাদেশের সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন বলেন, ‘অনেকদিন ধরে একই টিম খেলছে। অনেকগুলো ম্যাচ খেলে এসেছি আমরা। আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে। আমার মনে হয়না আমাদের প্রস্তুতির আর ঘাটতি আছে।’

শেষ ম্যাচগুলোতে সেট পিচে সুযোগ তৈরি করছে বাংলাদেশ। যেখানে বড় অবদান রাখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। কানন অবশ্য চান জামালকে কাজে লাগাবেন হ্যাভিয়ের কাবরেরা।

সাঈদ হাসান আরও বলেন, ‘কোচ জানে কাকে কখন মাঠে নামাতে হবে। অবশ্যই কোচ চিন্তাভাবনা করে কাজ করবেন।’

সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণভাগে দুর্বলতা ছিল বেশ। যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ হতে পারেন সেই সমস্যার সমাধান। এ ডিফেন্ডারের অন্তর্ভুক্তিকে এবারের স্কোয়াডে সেরা বাছাই বলে মনে করছেন সাবেক গোলরক্ষক।

বাংলাদেশ দলে হামজা আসার পর জোয়ার বইছে ফুটবলে। সেই জোয়ারের সূচনা দীর্ঘমেয়াদি করতে হংকংয়ের ম্যাচটিতে জেতা গুরুত্বপূর্ণ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৯ অক্টোবর সেই কাজটাই করে দেখাবে জামাল-হামজারা। এমনটাই আশা ভক্তসমর্থকদের।

এফএস