শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে নারী বিশ্বকাপে ভারতের সূচনা

0

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় হয়েছে ভারত দলের। গতকাল ( মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করলো দলটি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাটে নেমে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। বৃষ্টি আইনে লঙ্কান মেয়েদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৭১ রানের। ব্যাটে নেমে শুরুটা ভালো করলে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেননি লঙ্কান মেয়েরা।

আরও পড়ুন:

৪৫ ওভার ৪ বলে সবগুলো উইকেট হারিয়ে ২১১ রানের বেশি করতে পারেননি চামারি আথাপথুর দল। ভারতের হয়ে দীপ্তি শর্মা একাই নেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন স্নেহ রানা ও শ্রী চারানি।

এফএস