এশিয়া কাপে বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে মোস্তাফিজ

বাংলাদেশি পেস বোলার মোস্তাফিজুর রহমান
বাংলাদেশি পেস বোলার মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

এবারের এশিয়া কাপে বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপের ৭ ম্যাচে মাত্র ৬ দশমিক দুই সাত ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে বোলারদের তালিকায় সবার উপরে ভারতীয় স্পিনার কুলদ্বিপ যাদব।

তালিকায় কুলদ্বিপের পড়েই আছেন পাকিস্তানি পেসার শাহীনশাহ আফ্রিদি। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০। সমান ৯টি করে উইকেট নিয়ে তালিকার তিন ৪ ও ৫ নম্বর পজিশনে আছেন স্বাগতিক আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পাকিস্তানের হারিস রাউফ। বল হাতে দুর্দান্ত পারফর্ম করা ফিজ ৬ ম্যাচে ৭ দশমিক চার তিন ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।

এএইচ