গত আগস্টে সাবেক অলরাউন্ডার রজার বিনি বয়সজনিত কারণে পদ ছাড়ার পর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। এজিএমে মানহাসের নেতৃত্বে বোর্ডের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু হলো।
এছাড়া রাজীব শুক্লা পুনরায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকছেন। দেবাজিত সাকিয়া সেক্রেটারি, প্রাক্তন ভারতীয় স্পিনার রঘুরাম ভাট কোষাধ্যক্ষ এবং প্রভতেজ সিং ভাটিয়া জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচক কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা ও আর.পি. সিং। প্রধান নির্বাচক হিসেবে থাকছেন অজিত আগরকার এবং নারী দলের নির্বাচক কমিটির প্রধান হয়েছেন অমিতা শর্মা।
আরও পড়ুন:
আগামী মাসে ৪৬ বছরে পা রাখতে যাওয়া মানহাস বর্তমানে বিসিসিআই-এর নিয়োগকৃত সাব-কমিটিতে আছেন, যারা জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন তদারকি করে।
দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর ২০১৫ সালে তিনি জন্মস্থান জম্মুতে ফিরে আসেন এবং ২০১৬ সালে অবসর নেন। ক্যারিয়ারে তিনি ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯ হাজার ৭১৪ রান, ১৩০টি লিস্ট এ ম্যাচে চার হাজার ১২৬ রান এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে এক হাজার ১৭০ রান করেছেন।
পাশাপাশি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানসের সঙ্গে কোচিংয়ে যুক্ত ছিলেন। কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও।





