শেষে এসে কিছুটা গুলিয়ে ফেললেও ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের সেরা খেলাটা খেলেই শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে নিজেদের অভিযান শুরু করলো লিটন-সাইফরা।
১৬৮ রান তাড়া করার চাপ। তবে ব্যাটিংয়ে নেমে সেই চাপকে উড়িয়ে দিয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা সাজান সাইফ হাসান। একে একে ভেস্তে দেন থুশারা-চামিরাদের সব পরিকল্পনা।
বাংলাদেশ ক্রিকেট দল ওপেনার সাইফ হাসান বলেন, ‘আজকের ইনিংসটি অবশ্যই স্পেশাল ছিল টিমের জন্য। টিমের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবো।’
লঙ্কানদের বিপক্ষে নিজেদের ব্যাটিং পরিকল্পনার কাজে লাগিয়েছেন সাইফ। লিটন ও হৃদয়ের সঙ্গে ব্যাটিং করে নিজের কথা জানান সাইফ হাসান। দলের অভিজ্ঞ বোলার ফিজের প্রশংসাও তার কণ্ঠে।
আরও পড়ুন:
সাইফ হাসান আরও বলেন, ‘আমরা টিম মিটিং করেছি। স্পেসিফিকলি হ্যান্ডেল করেছি। লিটন দাদার সঙ্গে কমিউনিকেশনও ভালো ছিল। ফিজ তো ওয়ার্ল্ড ক্লাস বোলার। ভালো খেলেছেন উনিও’।
আসন্ন ভারত ম্যাচের আগেই নিজেদের লক্ষ্যের কথা মনে করিয়ে দিলেন সবাইকে। ফাইনালকে মাথায় রেখে দলের পুরো মনোযোগ এখন ভারত ম্যাচের দিকে
ভারত ম্যাচের বিষয়ে সাইফ হাসান বলেন, ‘এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলবো। এখনো দুটি ম্যাচ বাকি। নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই।’
গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারলেও সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করেছে টাইগাররা। ব্যাটে সাইফ-হৃদয়দের সাবলীল ব্যাটিং ও বোলিং মাহেদী ও মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ এক জয় ছিনিয়ে নিলো লিটন বাহিনী। এবার লক্ষ্য ভারতের বিপক্ষে জয়।





