শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। চূড়ান্ত সুপার ফোরের লাইন আপ। গ্রুপ রানার্স আপ হয়ে 'বি' গ্রুপ থেকে সুপার ফোরে টিম বাংলাদেশ। বিসিবি সভাপতি জানালেন বর্তমান দলটির সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ফাস্ট পাওয়ার প্লে ইউজই করতে পারিনি। তারপরও মোটামোটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিটি এবং টিমটার একটা শক্তি যেটা সবথেকে ভালো মনে হয়েছে তারা প্রত্যেকটা সেক্টরে ভালো খেলার চেষ্টা করেছে।’
গ্রুপ পর্বে হংকং ও আফগানদের হারালেও দুর্বল রানরেটের কারণে তাকিয়ে থাকতে হয় শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে বিসিবি সভাপতি মনে করেন, সমীকরণে নয়, যোগ্য দল হিসেবেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের টিম সুপার ফোরে গিয়েছে। আমরা হংকংকে হারিয়েছে, আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সঙ্গে জিততে পারিনি। তবে আমরা যোগ্য দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে গিয়েছি। এ টিমটা কনসিসট্যান্টলি ভালো খেলছে এটা তারই বহিঃপ্রকাশ।’
অন্যদিকে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে, যেকোনো টুর্নামেন্ট জিততে আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে জয় পাওয়াটাই মুখ্য। সুপার ফোরে তাই রান রেটের হিসেব নয়, বরং ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘উই জাস্ট নিড টু থিংক অ্যাবাউট উইনিং দ্য গেম। রানরেট কি হবে সেটা পরে দেখা যাবে। আমার মনে হয় এখন সুপার ফোরে রানরেটের তথা চিন্তা না করে আমরা কীভাবে ম্যাচগুলো জিতবো সেটা চিন্তা করলেই ভালো হবে।’
শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপে শিরোপার স্বপ্ন দেখা লাল সবুজদের লংকা বধ দিয়েই শুরু হোক শিরোপা মিশন- এমন প্রত্যাশা ১৮ কোটি ক্রিকেটপ্রেমীর।





