সুপার ফোরে কে কার মুখোমুখি হচ্ছে, কবে হবে ম্যাচ?

এশিয়া কাপের ট্রফি
এশিয়া কাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপের এবারের আসরের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ‌‌‍‍‍‍‌‌‌‌‌‌‌'এ‌' থেকে এসেছে ভারত ও পাকিস্তান। তবে গ্রুপ 'বি' এর নাটকীয়তা শেষ করে কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তবে কে কবে কার মুখোমুখি হবে, কোন ফরম্যাটে হচ্ছে সুপার ফোর তা এখনো অনেকেরই অজানা।

এবারের এশিয়া কাপ যেন একটু বেশিই নাটকীয়তা। ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যু এরপর গ্রুপ বি'র সুপার ফোরের হিসাব-নিকাশ আসরটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। বিতর্ক-নাটকীয়তা শেষে আসরটি পেয়েছে সুপার ফোর।

হট ফেবারিট হিসেবে এশিয়া কাপ খেলতে আসা ভারত প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নিশ্চিত করেছে সুপার ফোর। এরপর একই গ্রুপ থেকে বয়কট নাটক ছাপিয়ে শেষ ম্যাচে আরব আমিরতাকে হারায় পাকিস্তান। আর তাতেই দ্বিতীয় দল হিসেবে তারাও চলে যায় সুপার ফোরে। অন্য দুই দল ওমান ও আরব আমিরাত ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।

আরও পড়ুন:

গ্রুপ 'এ' থেকে আগেভাগে সুপার ফোরের দল পাওয়া গেলেও নাটকীয়তা ছিল ডেথ গ্রুপ 'বি'তে। শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচের ওপর ভাগ্য নির্ভর করছিল বাংলদেশেরও। তবে সবকিছু ছাপিয়ে নাটকীয় ম্যাচে জয় পায় লঙ্কানরা। হিসাব-নিকাশের বেড়াজাল ভেঙে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে সুপার ফেরে কোয়ালিফাই করে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাদ পড়ে আফগানিস্তান ও হংকং।

সুপার ফোরের প্রথম ম্যাচটিতে শনিবার বাংলাদেশ নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার এই ম্যাচটিকে ঘিরেও নজর থাকবে সবার।

সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। সুপার ফোরের ষষ্ঠ ও শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সুপার ফোরে চার দলই খেলবে একে অপরের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে এশিয়া কাপের ফাইনালে। আর সেখান থেকে নির্ধারণ হবে এবারের চ্যাম্পিয়নের নাম।

এএইচ