বড় মঞ্চে যেন রোমাঞ্চ ধরে রাখতে জানে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কার পর নতুন করে আশা জাগিয়েছে টাইগার ক্রিকেটাররা।
শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের ওপর ভাগ্য নির্ভর করছে টাইগারদের।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যাটার তানজিদ তামিম বলেন, ‘প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো ম্যাচে মাঠে নামি আমরা আমাদের একশো ভাগ দেওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুন:
তিন ম্যাচ খেলেও নেট রান রেটে শ্রীলঙ্কা, আফগানিস্তানের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি জয় পায় তাহলে বাংলাদেশের জন্য হিসাব নিকাশের প্রয়োজন হবে না। তবে আফগান ক্রিকেটাররা লঙ্কানদের হারিয়ে দিলে বাধতে পারে বিপত্তি। তখন হিসাবের মারপ্যাঁচে টাইগারদের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন যেতে পারে ভেস্তে।
হংকং ম্যাচে রান রেট এগিয়ে নেয়ার সুযোগ ছিল। তবে তা করতে পারেনি বাংলাদেশ। তানজিদের মুখে ঝড়লো সেই ব্যর্থতার সুর।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যাটার তানজিদ তামিম বলেন, ‘সুযোগ ছিলো আমাদের বড় ব্যবধানে জেতার, তবে সেটা সম্ভব হয়নি। তবে এখন ম্যাচ জিতেছি এটিই এখন সবথেকে বড় ব্যাপার।’
আগের দুই ম্যাচে ছিলেন না নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছেন এ টাইগার স্পিনার। কিপ্টে বোলিংয়ের নজির দেখিয়ে ম্যাচ জয়ে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন নাসুম। বাংলাদেশের সুপার ফোরে যাবার সমীকরণ মেলানো শেষ। এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের অপেক্ষা।





