ফাইনালে আগে ব্যাট করে ১৪১ রানের সংগ্রহ দাড় করাইয় পাকিস্তান। আফগান স্পিনারদের ঘূর্ণির সামনে অনেকটাই সাবধানী ব্যাট করেছে সালমান আঘার দল।
সর্বোচ্চ ২৭ রানের স্কোর আসে ফখর জামানের ব্যাট থেকে। মোহাম্মদ নাওয়াজ করেছেন ২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে আবরার আহমেদ এবং নাওয়াজের স্পিনে দিশেহারা ছিল আফগানরা।
আরও পড়ুন:
পাকিস্তানের হয়ে তৃতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করেন নাওয়াজ। ১৯ রানে ৫ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আবরার এবং সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট।
শেষ পর্যন্ত মাত্র ৬৬ রানেই গুটিয়ে যায় রাশিদ খানের দল। পাকিস্তান জয় পায় ৭৫ রানে।





