এ ছাড়া ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। ৭ অক্টোবর গুয়াহাটিতে আসরের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা।
১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
লিগ পর্বের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। পাকিস্তান সবকটি ম্যাচই খেলবে কলম্বোতে। তারা সেরা চারে জায়গা করে নিলে প্রথম সেমিফাইনালটি হবে কলম্বোতে, নয়তো গুয়াহাটিতে, দ্বিতীয় সেমিফাইনাল বেঙ্গালুরুতে।
পাকিস্তান ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হবে কলম্বোতে, না হলে শিরোপা লড়াই হবে বেঙ্গালুরুতেই।