এইচপি ইউনিটের ক্যাম্প শুরু

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) থেকে ২৮ জন ক্রিকেটারকে নিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই ক্যাম্প। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগামী তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা হবে। এরপর ১৬ জুন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে। প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে।

ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম তিনদিন তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহী হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

সেজু