‘খেলা বড় করতে হবে এটা আমার মাথায় ছিল’

পারভেজ হোসেন ইমন
পারভেজ হোসেন ইমন | ছবি: এখন টিভি
0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি। আর এর মধ্য দিয়ে দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়ে তামিম ইকবালের পর নিজের নাম লেখালেন তরুণ এই উদ্বোধনী ব্যাটার। জানালেন দলের বিপদে নিজের লক্ষ্যে অটল থেকে শতকের কোটায় পৌঁছানোর কথা।

পারভেজ হোসেন ইমন বলেন, ‘উইকেট যখন পড়ছিল তখন চেষ্টা করছিলাম নিজের ইনটেন্ট টা চেঞ্জ না করার। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক সাইড থেকে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। সো আমি আমার বেস্ট টা চেষ্টা করেছি, ক্যারি করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, আমি ছোট থেকে তামিম ভাইকে অনুসরণ করতাম। ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো। তো ওনার পর আমার নাম এসেছে। খুব ভালো লাগছে।’

এএইচ