রাজনীতি থেকে খেলার মাঠ, পাক-ভারত সম্পর্কের টানাপড়েন সবখানে। পেহেলগাম হামলার পর যেটি আরো বেড়েছে। আর এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো উপমহাদেশের ক্রিকেটে, এমনই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
গণমাধ্যমটির দাবি, আগস্টে আসন্ন বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে তারা জানিয়েছে, আইসিসি ক্যালেন্ডারে থাকলেও, বর্তমান পরিস্থিতির কারণে শেষপর্যন্ত সিরিজটি বাতিল হতে পারে।
আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখার কথা ভারতীয়দের। তবে পাক-ভারত যুদ্ধ তাতে অনিশ্চয়তা যোগ করলো।
কেবল বাংলাদেশ সফর নয়, ভারতীয় গণমাধ্যমটির দাবি, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপও বাতিল হতে পারে। এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কোথায় হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে ভারত-পাকিস্তানের সম্পর্কের যে হাল তাতে দুই দেশ ক্রিকেটেও মুখোমুখি হওয়ার মত অবস্থায় নেই বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বৈশ্বিক আসর ছাড়া এমনিতেই প্রতিবেশী দুই দেশের খেলা হয় না। প্রায় দেড় দশক ধরে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। এবার মেগা ইভেন্টেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে গেল।
অবশ্য রাজনীতির লড়াইয়ের বাতাস ক্রিকেটের গায়েও লাগবে তার আভাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। পেহেলগাম হামলার পর ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সবধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। এর জবাবও দিয়েছিলেন পাকিস্তানি সুপারস্টার শহীদ আফ্রিদি। বলেন, ভারতীয় ক্রিকেটাররা ও গণমাধ্যমগুলো অশিক্ষিতের মত আচরণ করছে।





