পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি-গেইলদের পাশে সাহিবজাদা

পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি-গেইলদের পাশে সাহিবজাদা
পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি-গেইলদের পাশে সাহিবজাদা | এখন
0

পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি-গেইলদের পাশে নাম লিখিয়ে কীর্তি গড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে এটাই ফারহানের প্রথম শতক। তবে চলতি বছরে টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থ শতকের দেখা পেয়ে গেলেন পাকিস্তানের এই ব্যাটার।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চারটি শতক হাঁকানোর রেকর্ড ছিল গেইল, কোহলি, বাটলার ও গিলের। তাদের পাশেই এবার জায়গা করে নিলেন ফারহান।

২০১১ সালে গেইল, ২০১৬ সালে কোহলি, ২০২২ সালে বাটলার ও ২০২৩ সালে শুভমান গিল এক বছরে হাঁকান চারটি টি-টোয়েন্টি সেঞ্চুরি। গেল মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে প্রথম ছয় ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান।

ইএ