স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চারটি শতক হাঁকানোর রেকর্ড ছিল গেইল, কোহলি, বাটলার ও গিলের। তাদের পাশেই এবার জায়গা করে নিলেন ফারহান।
২০১১ সালে গেইল, ২০১৬ সালে কোহলি, ২০২২ সালে বাটলার ও ২০২৩ সালে শুভমান গিল এক বছরে হাঁকান চারটি টি-টোয়েন্টি সেঞ্চুরি। গেল মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে প্রথম ছয় ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান।