মূলত ডিপিএলে আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে পেছানো হয় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। শনিবার (১২ এপ্রিল) ম্যাচ খেলেই সিলেটে রওনা দেন আবাহনী অধিনায়ক নাজমুল শান্তসহ দলে থাকা ক্রিকেটারদের।
হেড কোচ ফিল সিমন্সের অধীনে আজ ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিমসহ আরও কয়েকজন।
স্কোয়াডের বাকি সাত সদস্য অনুশীলনে যোগ দেবেন আগামীকাল (সোমবার, ১৪ প্রিল) থেকে। দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতির ঘাটতির কথা জানিয়েছেন অধিনায়ক শান্ত, মেহেদি মিরাজসহ বেশ কয়েকজন ক্রিকেটার। ডিপিএলে ব্যস্ত থাকায় অনুশীলনের ব্যবস্থা করতে পারেনি বিসিবি। তার ওপর ওয়ানডে ফরম্যাট থেকে সরাসরি পাঁচদিনের টেস্ট ক্রিকেটে খেলতে নেমে কতটুকু মানিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা, সেটি নিয়েও প্রশ্ন আছে।
যদিও ক্রিকেটাররা জানিয়েছেন, সহজেই মানিয়ে নেবেন তারা। ঘরের মাঠে টেস্ট হওয়ায় আর প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই, কিছুটা নির্ভার টাইগাররা।
নিজেদের খেলা সবশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ এ ড্র করে বাংলাদেশ।