বুধবার সকালে অনুশীলনের কথা থাকলেও হঠাৎ বর্জনের ডাক দেয় দলটির ক্রিকেটাররা। তবে ক্লাবটির কর্তাদের দাবি, অধিকাংশ ক্রিকেটারকেই ৬০ শতাংশ অর্থ বুঝিয়ে দিয়েছে পারটেক্স। যদিও ক্রিকেটাররা বলছেন ভিন্ন কথা।
দুই-একজন ক্রিকেটার ছাড়া কাউকেই চুক্তি অনুযায়ী টাকা দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। তাই অর্থ পেতে বুধবার দুপুর ২টা পর্যন্ত ম্যানেজমেন্টকে সময়সীমা বেঁধে দিয়েছে ক্লাবটির ক্রিকেটাররা।
এর মাঝে সমাধান না এলে বিসিবি বরাবর চিঠি দেয়ার কথা রয়েছে তাদের। এছাড়াও বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচেও না খেলার হুমকি দিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।