ক্রিকেটে ফিরেই নাসিরের অভিযোগের আঙ্গুল বোর্ডের দিকে

ক্রিকেটে ফিরেই নাসিরের অভিযোগের আঙ্গুল ক্রিকেট বোর্ডের দিকে | Ekhon Tv
0

দীর্ঘ ২০ মাস পর ক্রিকেটে ফিরেই ক্রিকেট বোর্ডের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন নাসির হোসেন। দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমে জানিয়েছেন, তৎকালীন নির্বাচকদের পছন্দের তালিকায় না থাকায় কপাল পুড়েছে এই অলরাউন্ডারের।

নিষেধাজ্ঞা কাটিয়ে দেড় বছর পর ক্রিকেটে ফেরা। প্রত্যাবর্তনের দিনে নাসির হোসেন যেন ধরে রেখেছেন নিজের চিরচেনা রূপটা।

নাসির বলেন, 'আমার মনে হয় আমি অনেক দুর্ভাগা।'

তিনি বলেন, 'দেড় বছর খেলাধুলার বাইরে ছিলাম। পরিবারের সাথে ছিলাম, ভালোই ছিলাম।'

দেশের ক্রিকেটে ঠোঁটকাটা কিংবা ভয়ডরহীন ক্রিকেটার হিসেবে আলাদা খ্যাতি আছে নাসিরের। ফিরে আসার দিনে গণমাধ্যমেও আত্মবিশ্বাসী ছিলেন এই অলরাউন্ডার।

চলতি ডিপিএলে নাসিরকে দলে পেতে একাধিক ক্লাব প্রস্তাব দিলেও, নাসির বেছে নিয়েছেন রূপগঞ্জ টাইগার্সের জার্সি।

নাসির বলেন, 'অনেক দলের থেকেই প্রস্তাব দেয়া হয়েছিল, তবে আমার কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হল, আমার সাথে কেমন আচরণ করা হচ্ছে আর আমাকে কতটা গুরুত্ব দেয়া হচ্ছে। আমি কোনো দলের বিকল্প খেলোয়াড় হিসেবে থাকতে চাই না।'

বয়সটা ৩৩ বছর হলেও নাসির এখনো মনের কোণে জিইয়ে রেখেছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। তবে একইসাথে অভিযোগ করেছেন, নির্বাচকদের অপ্রিয় তালিকায় নাম ওঠায় ধ্বংস হয়েছে নিজের ক্রিকেট ক্যারিয়ার।

নাসির বলেন, 'আমার মনে হয় যারা ক্রিকেট খেলে তারা সবাই জাতীয় দলে খেলতে চায়। আমিও এখনো স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি যে এখনো সুযোগ আছে।'

তিনি বলেন, 'বাইরের সব দেশেই সিলেকশন প্যানেল দুই বছর পর পর পরিবর্তন হয়। এটা যদি একই জায়গায় থাকে তাহলে তো তাদের অপছন্দের খেলোয়াড়ের ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।'

আরো পড়ুন:

দেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা নাসির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালে। দীর্ঘ সময় মাঠের বাইরেও তাকে নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে নাসিরের সাফ উত্তর, মাঠের ক্রিকেটটা ঠিক রাখাই তার প্রধান কাজ।

নাসির বলেন, 'আমার লাইফ আমি কীভাবে লিড করি সেটা একান্তই আমার ব্যাপার। আমি খেলোয়াড়, আপনি দেখবেন যে আমি মাঠে কেমন করছি।'

তিনি আরো বলেন, 'আমি যেমন আছি ভালো আছি। আমি না খেয়ে থাকলে কেউ সেটা দেখতে আসবে না। এগুলো কিছুই না আসলে।'

হতে পারতেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার। তবে সেই স্বপ্নটা এখন হাতছাড়া। ডিপিএল দিয়েই নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চান নাসির হোসেন।

এসএইচ