সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদেরই দায়িত্ব নিতে হবে: মিরাজ

মিডল অর্ডারে ব্যাটিংয়ে ইচ্ছা প্রকাশ

ক্রিকেট
এখন মাঠে
0

জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প যথেষ্ট বলে মানছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। আসন্ন সিরিজে নিজের পছন্দের পজিশন মিডল অর্ডারে ব্যাটিং করতে চান এই অলরাউন্ডার।

মাস দুয়েক বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দুঃখ ভোলাতে আসছে জিম্বাবুয়ে; যাদের বিপক্ষে খেলা কিছুটা হলেও স্বস্তির। কাগজ-কলমের হিসাবে অনেকটাই পিছিয়ে পড়া দলটার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি নিয়েও তাই খুব একটা ভাবনা নেই কারও।

বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘সিলেটে হয়তো আমরা দুইদিনের প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি। আমি জানিনা। টিম ম্যানেজম্যান্ট সেটা নির্ধারণ করবে। তবে আমার মনে হয় ১০ দিন অনেক সময়। আমরা টেস্ট ক্রিকেটের জন্য প্রিপারেশন নিতে পারব।’

তারপরও অনিশ্চয়তার গৌরব মাখা ক্রিকেটে নির্ভাবনায় থাকার সুযোগ কই? বিশেষত দলটার নাম যখন বাংলাদেশ! তার ওপর একের পর এক সিনিয়রদের অবসর, লিটন দাসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা, সবমিলিয়ে তারুণ্যনির্ভর দলকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দশ বছর কাটিয়ে দেয়া মিরাজ অবশ্য বুঝতে পারছেন, দায়িত্ব নেয়ার সময় এসেছে তারও।

তিনি বলেন, ‘আমাদের মোস্ট সিনিয়র যেসব খেলোয়াড় ছিলেন তারা এরইমধ্যে অবসরে চলে গেছেন। এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে। যারা আছে তাদের পারফর্ম করতে হবে।’

লম্বা ক্যারিয়ারে বলের পাশাপাশি ব্যাট হাতেও অনেকবারই দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন মিরাজ। তবু এখনও থিতু হতে পারেননি নির্দিষ্ট কোনো পজিশনে। এবার পছন্দসই পজিশন পাওয়ার প্রত্যাশা তার।

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে। টিম ম্যানেজম্যান্টও এগ্রি করেছে। আমার সাথে কথা হয়েছে। এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন ফারুক ভাইয়ের সাথেও আমার অনেকবার কথা হয়েছে। একটা জায়গায় যদি সেটেল হতে পারি তাহলে একইসাথে আমার জন্য এবং বাংলাদেশ দলের জন্য ভালো হবে।’

বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট ম্যাচটিতে মিরাজের নেতৃত্বে জয় পেয়েছিল বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে সে জয়টা জিম্বাবুয়ের বিপক্ষেও আত্মবিশ্বাসের ফুল ফোটাবে নিশ্চিতভাবেই।

এএইচ