বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে বৃহস্পতিবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ বাছাই খেলতে বৃহস্পতিবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী দল | এখন
0

আগামী ৫-১৯ এপ্রিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলও অংশ নিচ্ছে বাছাইপর্বে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

মূল টুর্নামেন্টে খেলার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক। লক্ষ্য বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘শেষবার যখন ওয়াডে বিশ্বকাপ খেলেছি তখন থেকে আমাদের টিকেটের পরিমাণ বেড়ে গিয়েছে। সেদিক থেকে সম্মান ও ফিনান্সিয়াল দিক থেকে আমরা খেলোয়াড়রা বেনিফিসিয়াল হয়েছি।’

মূল পর্বে খেলতে ব্যাটারদের ভালো করার কোন বিকল্প নেই। দেশের বাইরে ভালো পিচে উইকেট নেওয়ার চেয়ে ভালো লাইন লেন্থে বোলিংয়ের দিকে বেশি মনোযোগী টাইগ্রেসরা। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি পাকিস্তানের উইকেট কেমন হয়। অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। ব্যাটিংয়ে যদি ভালো শুরু করি সেখানে আমাদের বোলাররা ভালো ব্যাকআপ দিয়ে থাকে।’

কোচিং প্যানেলে ডেভিড হেম্পের অনুর্ভূক্তি বাংলাদেশের জন্য শক্তি হিসেবে কাজ করবে। স্পিন ও পেস অ্যাটাকের সমন্বয়ে সবার বিপক্ষে জয় পাওয়ার প্রত্যাশা জ্যোতির।

বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ দিন ধরে সাফল্যখরা থাকলেও বাছাইপর্বে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের গৌরব ফিরিয়ে আনতে চায় জ্যোতির শিষ্যরা। ৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে।

ইএ