ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ (শুক্রবার, ৭ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাববে ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বড় রান করে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ৩২ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। আর ৪ উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বল হাতে নেন গাজীর অধিনায়ক এনামুল হক বিজয়। ১০ রানেই তারা তুলে নেয় প্রতিপক্ষের দুই ওপেনার ইমরানুজ্জামান ও সাদমান ইসলামকে। এরপর ৮৮ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও অমিত। ৬১ বলে ৫০ রান করা ইমরুলকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু হাশিম। দলীয় ১৯৫ রানে অমিত ১১১ বলে ১০ চারে ৮৯ রান করে ফিরতেই আবার ধসে পড়ে দল। ২২ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। ৪৬.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি।
এই রানের জবাবে ব্যাট করতে নেমে সহজেই তরী পার করে গাজীর ব্যাটসম্যানরা। ৪ উইকেটে হারে অধিনায়ক ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মূলত এই ম্যাচে বাউন্ডারির দড়িতে ফিল্ডারের পা ছুঁয়ে গেলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে আউট দেয়া ইমরুলকে।
আর এটি নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার দিয়ে তার ক্যাপশনে ডিপিএলের আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি।
ইমরুল লিখেছেন, একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারে এটা আউট কিনা, সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট। আমাদের বোর্ড লাখ-কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির ওপর। কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটা যোগ্য, তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল।
তিনি বলেন, 'এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলেই শোকজ নোটিশ দেয়া হয়, কিন্তু আম্পায়ারদের ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়, এটাই কঠিন বাস্তবতা।'