নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড

0

নিয়মরক্ষার ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। এক সপ্তাহ পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আবারো খেলা গড়াচ্ছে দুবাই স্পোর্টস সিটিতে।

রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। এই ম্যাচ দিয়ে সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দু'দল।

ওয়ানডেতে ১১৮ দেখায় ভারতের ৬০ জয় আর নিউজিল্যান্ডের ৫০ ম্যাচে। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা।

পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। এ ম্যাচ দিয়ে ইতিহাসের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি।

এএইচ