চ্যাম্পিয়ন্স ট্রফির পালা চুকিয়ে রাতের আঁধারে মুখ লুকিয়ে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে উৎসবমুখর পরিবেশে বরণ করার কথা ছিল লাল-সবুজ প্রতিনিধিদের, সেখানে কপালে জুটেনি দলের নাম ধরে গলা ফাটানো কোনো সমর্থককেও।
টাইগারদের এই করুণ পরিস্থিতির কারণ যে মাঠের পারফরম্যান্স, তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিকের চোখে ধরা দিয়েছে বেশ কিছু ভিন্ন কারণ। শারীরিক ক্লান্তি, দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের অনুপস্থিতি আর সঠিক পরিকল্পনার অভাবেই টুর্নামেন্টে ভরাডুবির সাক্ষী হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, 'হতাশা হলো যে আমাদের বাংলাদেশ যেভাবে কনফিডেন্স নিয়ে গিয়েছিল টুর্নামেন্টে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সে কনফিডেন্স নিয়ে ফিরতে পারিনি। আমি বলবো যে সবচেয়ে বড় কারণ হচ্ছে খেলোয়াড়রা ক্লান্ত ছিল।'
নিজের সেরা সময়ে মোহাম্মদ রফিক ছিলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। সেরারাই নাকি বোঝেন সেরাদের কদর। ব্যতিক্রমী নন রফিকও। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সাকিব আল হাসানকে না নেয়াটাই ছিল বিসিবির বড় ভুল।
মোহাম্মদ রফিক বলেন, 'রাজনীতির পার্টটা আলাদা থাক, কিন্তু আমার ক্রিকেট পার্টটা আলাদা দেখতে হবে। এখন সাকিবকে যদি রাজনৈতিকভাবে জড়ান তাহলে তাকে নিচ্ছেন না। আবার একজন সিলেক্টর বলছেন যে, সাকিবকে ব্যাটার হিসেবে আপনারা নিচ্ছেন না, তাহলে ওর জায়গায় ব্যাটসম্যান কোথায়? ওর জায়গায় একটা খেলোয়াড় তৈরি করে দেখান নাহ।'
এদিকে এই কিংবদন্তীর দাবি সংস্কারের নামে বিসিবিতে যে এখন পর্যন্ত দেখা মিলেনি কোনো পরিবর্তন। বরং পুরোনোদের সঙ্গী করেই চলছে দেশের ক্রিকেট বোর্ডের সকল কার্যক্রম।
মোহাম্মদ রফিক বলেন, 'নতুন দেশ হয়েছে, নতুন বোর্ড হবে। নতুন বোর্ডের কোথায় নতুন লোক? এটা আমাকে বলেন। তারা কি আগে বোর্ডের আন্ডারে চাকরি করেনি। ফাহিম স্যার কি আগে বোর্ডে ছিল না? ফারুক কি আগে বোর্ডে ছিল না? নতুন কাউকে আনলে নতুনভাবে পরিকল্পনা করবে।'





